ফেসবুকের জনপ্রিয় ফিচারগুলোর মধ্যে স্টোরিজ অন্যতম। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিদিন ছবি ও স্বল্পদৈর্ঘ্যের ভিডিও শেয়ার করতে পারেন, যা স্বয়ংক্রিয়ভাবে ২৪ ঘণ্টা পর মুছে যায়। তবে অনেক সময় ভুলবশত ব্যক্তিগত বা অনাকাঙ্ক্ষিত কোনো ছবি কিংবা ভিডিও স্টোরিতে প্রকাশ হয়ে গেলে ব্যবহারকারী বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।
এমন অবস্থায় দ্রুত স্টোরি থেকে নির্দিষ্ট ছবি বা ভিডিও মুছে ফেলা সম্ভব। প্রথমে ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করে নিউজ ফিডের একদম ওপরে থাকা ‘স্টোরিজ’ সেকশনে যেতে হবে। সেখানে নিজের স্টোরি দেখতে ‘ইয়োর স্টোরি’ অপশনে ক্লিক করতে হবে। এরপর যে ছবি বা ভিডিওটি মুছতে চান, সেটি নির্বাচন করে ডান পাশে থাকা তিনটি ডট চিহ্নে ক্লিক করুন। সেখানে ‘ডিলিট ফটো’ বা ‘ডিলিট ভিডিও’ অপশন নির্বাচন করলেই সংশ্লিষ্ট কনটেন্টটি স্টোরি থেকে মুছে যাবে।
স্টোরি থেকে কোনো ছবি বা ভিডিও মুছে দিলে সেটি একই সঙ্গে মেসেঞ্জার থেকেও মুছে যায়। কারণ, স্টোরিতে করা যেকোনো পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক ও মেসেঞ্জার উভয় প্ল্যাটফর্মেই হালনাগাদ হয়। ফলে আলাদা করে অন্য অ্যাপে গিয়ে মুছে ফেলার প্রয়োজন পড়ে না। এতে ব্যবহারকারীর সময় বাঁচে এবং ভুল পোস্ট দ্রুত সংশোধন করা সম্ভব হয়।
সিএ/এমআর


