Wednesday, January 21, 2026
22 C
Dhaka

লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে অংশ নিল কুমিল্লার তিন শতাধিক শিক্ষার্থী

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ২০২৪ সালে প্রথমবারের মতো লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজন করে। এর ধারাবাহিকতায় এ বছর তৃতীয়বারের মতো দেশব্যাপী এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। ভাষাবিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং মাতৃভাষা চর্চাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। ক-ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা এবং খ-ক্যাটাগরিতে দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নির্ধারিত সেবাবক্সের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করে অলিম্পিয়াডে অংশ নেয়।

এ বছর লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও কুমিল্লাসহ মোট ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিটি অঞ্চল থেকে ক-ক্যাটাগরি ও খ-ক্যাটাগরি মিলিয়ে মোট ২০০ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। চূড়ান্ত পর্ব ফেব্রুয়ারি-২০২৬ এ সুবিধাজনক সময়ে ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

চূড়ান্ত পর্বে দুই ক্যাটাগরি থেকে মোট ছয়জন শিক্ষার্থী একুশের অনুষ্ঠানমালায় মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে। এছাড়া ক ও খ ক্যাটাগরি থেকে প্রথম স্থান অধিকারী দুইজন শিক্ষার্থী এ বছর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে।

এই কর্মসূচির অংশ হিসেবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আজ বুধবার (২১ জানুয়ারি) কুমিল্লার গৌরীপুরে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের কুমিল্লা অঞ্চল পর্বের বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কুমিল্লা অঞ্চল পর্বের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক, মাতৃভাষা গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো. নজরুল ইসলাম সরকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (উপসচিব) আবুল কালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের সদস্য-সচিব ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপপরিচালক (প্রশাসন) প্রফেসর ড. খিলফাত জাহান যুবাইরাহ্।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী এবং কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।

এ আয়োজনের কুমিল্লা অঞ্চল পর্বে ক-ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ২৪৩ জন এবং খ-ক্যাটাগরিতে দশম থেকে দ্বাদশ শ্রেণির ৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সব মিলিয়ে মোট ৩০২ জন শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশ নেয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী নির্ধারিত পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মূল্যায়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফলাফল ঘোষণা পর্বে ভাষাবিজ্ঞানী ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘মাতৃভাষা চর্চার মধ্য দিয়েই একটি জনগোষ্ঠী তার মনন, মেধা ও চিন্তা প্রকাশ করে। পৃথিবীতে অনেক মাতৃভাষা বিপন্ন অবস্থায় রয়েছে এসব ভাষা সঠিকভাবে চর্চা না করলে তা মৃত্যুমুখে পতিত হবে। মাতৃভাষা হারিয়ে যাওয়া মানে ওই ভাষার কৃষ্টি, সংস্কৃতি ও সভ্যতা বিলীন হয়ে যাওয়া। কাজেই বিপন্ন ভাষা চর্চা, অনুশীলন, পুনরুজ্জীবন, নথিবদ্ধকরণ আবশ্যক। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ কাজটি করে যাচ্ছে।’

সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের পর অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর প্রদান করেন এবং ফলাফল ঘোষণা শেষে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ইনডাকশন ও ইনফ্রারেড চুলার খোঁজখবর

বাসায় গ্যাসের অভাব বা কম চাপের কারণে অনেকেই রান্নার...

উত্তর কোরিয়ায় কিম জং উনের ক্ষোভ, ‘ছাগল দিয়ে গরুর গাড়ি টানা যায় না’

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সম্প্রতি নিজের...

আইফোনের নতুন ক্যামেরা কন্ট্রোলের অজানা ফিচার

অ্যাপল আইফোন ১৬ থেকে একটি নতুন ক্যামেরা কন্ট্রোল যোগ...

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক: দেড় লাখ কোটি টাকার মন্দ ঋণ নিয়ে হাবুডুবু

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের দেড় লাখ কোটি টাকার বেশি ঋণ...

সুদহার কমানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় আপাতত নীতি...

এক ক্লিকে কোপাইলটে ব্যক্তিগত তথ্য চুরির শঙ্কা

সম্প্রতি সাইবার সিকিউরিটি গবেষকরা মাইক্রোসফট কোপাইলটে এমন একটি নিরাপত্তা...

বাংলাদেশে ভারতীয় কূটনীতিকদের পরিবার ‘ফিরিয়ে নেওয়ার’ সিদ্ধান্ত

নয়াদিল্লি ভারতের কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি’ পোস্টিং হিসেবে চিহ্নিত...

সিরাজগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস মাদকদ্রব্য ইয়াবা...

প্রযুক্তি ব্যবহারে ভয়ংকর হয়ে উঠছে আধুনিক যুদ্ধক্ষেত্র

এক সময় যুদ্ধ মানেই ছিল সৈন্যের মুখোমুখি সংঘর্ষ। জয়-পরাজয়...

পরিবারতন্ত্রের মাধ্যমে দেশের ২০ থেকে ২৫ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে: গভর্নর

পরিবারতন্ত্রের মাধ্যমে দেশ থেকে ২০ থেকে ২৫ বিলিয়ন ডলার...

দুশ্চিন্তা ও মানসিক চাপ দূর করার দোয়া

বর্তমান সময়ে দুশ্চিন্তা ও মানসিক চাপ মানুষের জীবনের একটি...

ব্রিটেনে শিশু-কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পথে

যুক্তরাজ্যে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য এবং অনলাইন নিরাপত্তা রক্ষার জন্য...

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যাকারী তেতসুয়া ইয়ামাগামিকে আদালত...

৯০ দিনের কার্যক্রম তুলে ধরল চাকসু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) শপথ গ্রহণের পর প্রথম...
spot_img

আরও পড়ুন

ইনডাকশন ও ইনফ্রারেড চুলার খোঁজখবর

বাসায় গ্যাসের অভাব বা কম চাপের কারণে অনেকেই রান্নার বিকল্প হিসেবে বিদ্যুতের চুলার দিকে নজর দেন। বাজারে মূলত দুটি ধরনের বিদ্যুৎচুলা জনপ্রিয়—ইনডাকশন চুলা এবং...

উত্তর কোরিয়ায় কিম জং উনের ক্ষোভ, ‘ছাগল দিয়ে গরুর গাড়ি টানা যায় না’

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সম্প্রতি নিজের প্রশাসনের উপ-প্রধানমন্ত্রী ইয়াং সুং হো-কে কঠোর ভাষায় সমালোচনা করেছেন এবং দায়িত্বে ‘অযোগ্য’ হিসেবে বরখাস্ত করেছেন।...

আইফোনের নতুন ক্যামেরা কন্ট্রোলের অজানা ফিচার

অ্যাপল আইফোন ১৬ থেকে একটি নতুন ক্যামেরা কন্ট্রোল যোগ করেছে, যা মোবাইল ফোনের পাশে থাকে। প্রথমে অনেকেই ভেবেছিলেন এটি পেশাদার ক্যামেরার মতো শাটার বাটনের...

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক: দেড় লাখ কোটি টাকার মন্দ ঋণ নিয়ে হাবুডুবু

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের দেড় লাখ কোটি টাকার বেশি ঋণ কার্যত আর ফেরত পাওয়ার সম্ভাবনা নেই। সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক...
spot_img