শীতের কুয়াশাচ্ছন্ন সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাব গ্রামে এক ব্যতিক্রমী শিক্ষামূলক আয়োজনের সাক্ষী হন এলাকাবাসী। এফ এম আমানুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল প্রাঙ্গণে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘বেগম খালেদা জিয়া মেধা যাচাই পরীক্ষা–২০২৫’। সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষার্থীদের হাতে নোটবুক তুলে দিয়ে হলে প্রবেশ করানো হয়। বাইরে অপেক্ষমাণ অভিভাবক আর ভেতরে মনোযোগী শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় একটি সামাজিক দায়বদ্ধতার অনুশীলনে।
জনপদ রাজনীতি (শিক্ষা–জীবিকা–সংস্কৃতি) ও পরিবার (জরাপ)–এর উদ্যোগে আয়োজিত এই মেধা যাচাই পরীক্ষা বিরুলিয়া ইউনিয়নের সব বিদ্যালয়ের অংশগ্রহণে একটি সম্মিলিত শিক্ষামুখী কর্মসূচিতে রূপ নেয়। জরাপের শিক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে প্রথমবারের মতো এই পরীক্ষার আয়োজন করা হয়।
জরাপের আহ্বায়ক মাসুদ রানা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সাংবাদিক ও নির্মাতা জুবায়ের বাবুর পরামর্শে অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে সৃজনশীল ও জ্ঞানভিত্তিক কার্যক্রমের প্রয়োজনীয়তা সামনে আসে। তিনি আরও জানান, ৫ আগস্ট পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়ার বক্তব্যে মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের আহ্বান থেকেই এই পরীক্ষার ভাবনার জন্ম। ভবিষ্যতে এ উদ্যোগকে আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে ডিসেম্বরের শুরুতেই দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির জন্য ১০০ নম্বরের সিলেবাস বিতরণ করা হয়। সিলেবাসে বাংলা ২০, ইংরেজি ২৫, গণিত ২৫, বিজ্ঞান ২০ এবং সাধারণ জ্ঞান ১০ নম্বর নির্ধারণ করা হয়। সাধারণ জ্ঞান অংশে বেগম খালেদা জিয়া বিষয়ক একটি আলাদা অধ্যায় সংযুক্ত করা হয়, যেখানে নারী শিক্ষা, রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা এবং শিক্ষাজীবনসংক্রান্ত তথ্যভিত্তিক প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল। আয়োজকদের মতে, এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে তথ্যভিত্তিক ধারণা গড়ে তোলাই ছিল লক্ষ্য।
সিলেবাস ও প্রশ্নপত্র প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আশুলিয়া ইউনিয়নের প্রতিভা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ শাহাদাৎ হোসেন শোভন। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষানুরাগী ও জরাপের সদস্যরা এই আয়োজনে সক্রিয়ভাবে সহযোগিতা করেন। বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক পর্যায়ের প্রতিনিধিরাও সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পরীক্ষার উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন সাভার মডেল কলেজ, বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়, সিটি ইউনিভার্সিটি এবং দোসাইদ অধন্যকুমার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন, শিক্ষার্থী ও অভিভাবকদের আগমন এবং নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ের প্রতিনিধিরা দায়িত্ব পালন করেন।
গত ৩০ ডিসেম্বর শতাধিক শিক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নেয়। কেন্দ্র স্থাপন ও আগত শিক্ষক-অভিভাবকদের আতিথেয়তায় সহযোগিতার জন্য এফ এম আমানুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল এবং কাকাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা।
এদিকে, পরীক্ষার দিনেই বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়লে পরীক্ষাকেন্দ্রসহ পুরো এলাকায় শোকের আবহ নেমে আসে। শিক্ষক, অভিভাবক ও আয়োজকেরা তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেন।
সিএ/এসএ


