কলকাতার টালিপাড়ায় ফেডারেশন বনাম পরিচালকদের দ্বন্দ্বের কারণে সম্প্রতি বেশ কয়েকদিন শুটিং থমকে গিয়েছিল। এই টানাপোড়েনের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। কলকাতার একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, এক প্রকার অলিখিতভাবে তাকে ইন্ডাস্ট্রি থেকে ‘ব্যান’ করা হয়েছিল। দীর্ঘ সময় নতুন কাজের সুযোগ না পাওয়ায় অনির্বাণের ফ্যানরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।
সুপারস্টার দেবের সঙ্গে ‘রঘু ডাকাত’ই অনির্বাণের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। এর পর নতুন কোনো প্রস্তাব অভিনেতার কাছে আসেনি। অথচ একসময় তিনি ওটিটির নিয়মিত মুখ ছিলেন এবং বছরে একাধিক সিনেমায় শক্তিশালী চরিত্রে দেখা যেত তাকে।
কলকাতার চলচ্চিত্রে নতুন জল্পনা তৈরি হয়েছে যখন জানা যায়, দেব-শুভশ্রীর ৭ নম্বর সিনেমায় অনির্বাণ খলনায়ক চরিত্রে ফিরছেন। বিষয়টি নিশ্চিত করেন নিজেই দেব। অভিনেতা-প্রযোজক দেব এমন উদ্যোগ নেন যাতে অনির্বাণ আবার কাজের সুযোগ পান। এমনকি অনির্বাণের হয়ে তিনি মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করেন এবং ক্ষমা চেয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) ‘দেশু ৭’ সিনেমা সম্পর্কিত লাইভে দেব নিশ্চিত করেন, এতে থাকছেন অনির্বাণও। লাইভ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অনির্বাণ ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ব্যঙ্গাত্মক পোস্ট শেয়ার করেন—এক ব্যক্তির মুরগি সাজার ছবি, যার ওপর লেখা ছিল, ‘পৃথিবীটা ভালো লোকেদের নয়’। অনির্বাণ ক্যাপশনে লেখেন, ‘আমি মুরগী হয়ে গেলাম।’
এই পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন এটি ইন্ডাস্ট্রির পরিস্থিতি নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা। আবার কেউ বলছেন, দীর্ঘদিন কাজ না পাওয়ার যন্ত্রণা থেকেই অনির্বাণ এমন ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন। তবে ‘দেশু ৭’-এ তার ফেরা নিশ্চিত হওয়ায় আপাতত অনির্বাণ ভক্তরা স্বস্তিতে রয়েছেন।
সিএ/এসএ


