স্মার্টফোন বা ল্যাপটপ বিক্রি কিংবা সার্ভিসিংয়ে দেওয়ার আগে ব্যক্তিগত ডেটা সুরক্ষা নিশ্চিত করা জরুরি। অসতর্ক হলে ব্যক্তিগত ছবি, নথি বা আর্থিক তথ্য অন্যের হাতে চলে যেতে পারে।
প্রথমে গুরুত্বপূর্ণ ডেটা এক্সটার্নাল হার্ডড্রাইভ বা পেনড্রাইভে সংরক্ষণ করতে হবে। এরপর একাধিকবার ফ্যাক্টরি রিসেট করে নিশ্চিত হতে হবে, কোনো তথ্য ডিভাইসে রয়ে যায়নি। প্রয়োজনে ডেটা ওয়াইপ সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে।
সব সোশ্যাল মিডিয়া ও অনলাইন ওয়ালেট অ্যাকাউন্ট থেকে লগআউট করতে হবে এবং সংরক্ষিত পাসওয়ার্ড মুছে ফেলতে হবে। আইওটি ডিভাইসের সংযোগ থাকলে তা বিচ্ছিন্ন করা জরুরি।
এই সতর্কতা মানলে ডেটা নিরাপদ থাকবে এবং ঝুঁকি কমবে।
সিএ/এমআর


