টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজের মহাকাশচারী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সারাহ করিম। এর মাধ্যমে তিনি মহাকাশচারী হওয়ার প্রক্রিয়ায় যুক্ত প্রথম বাংলাদেশি নারী হিসেবে ইতিহাস গড়লেন। আন্তর্জাতিক মহাকাশ অভিযানে অংশগ্রহণের পথে এটি বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ ও গর্বের মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, ২০২৬–২০৩০ সময়কালের জন্য সারাহ করিমকে আনুষ্ঠানিকভাবে ‘অ্যাস্ট্রোনট ক্যান্ডিডেট’ হিসেবে নির্বাচন করা হয়েছে। এই অর্জনের মধ্য দিয়ে মহাকাশ গবেষণা ও আন্তর্জাতিক মহাকাশ মিশনে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা আরও বিস্তৃত হলো।
নিজের অনুভূতি জানিয়ে সারাহ করিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজের মহাকাশচারী প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি নিজেকে অত্যন্ত বিনীত ও সম্মানিত মনে করছেন। তাঁর ভাষায়, এটি তাঁর জীবনের একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে মহাকাশচারী হওয়ার পথে যাত্রা শুরু করলেন।
স্ট্যাটাসে সারাহ আরও উল্লেখ করেন, ইনশাআল্লাহ সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে তিনি মহাকাশে বাংলাদেশের পতাকা বহনকারী প্রথম বাংলাদেশি হতে পারেন। ছোটবেলায় মহাকাশচারী সুনিতা উইলিয়ামসকে দেখে তাঁর মধ্যে যে স্বপ্ন জন্ম নিয়েছিল, সেই স্বপ্নই আজ বাস্তবের পথে এগোচ্ছে বলে তিনি অনুভব করছেন।
তিনি জানান, আগামী বছর থেকে তাঁর মহাকাশচারী প্রশিক্ষণ শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী ২০২৯ বা ২০৩০ সালে পৃথিবীর প্রায় ৩০০ কিলোমিটার উপরে টাইটানস জেনেসিস মহাকাশযানে একটি ঐতিহাসিক কক্ষপথ অভিযানে অংশ নেওয়ার প্রস্তুতি নেবেন তিনি। এই মিশনের নেতৃত্ব দেবেন নাসার প্রবীণ মহাকাশচারী ও টাইটানস স্পেসের প্রধান মহাকাশচারী বিল ম্যাকআর্থার।
সারাহ করিম বলেন, এই অর্জন কেবল তাঁর ব্যক্তিগত নয়; এটি প্রতিটি বাংলাদেশি মেয়ের, যারা নীরবে বড় স্বপ্ন দেখে। একই সঙ্গে এটি সেই সব শিশুর, যারা আকাশের দিকে তাকিয়ে বিস্মিত হয়, এবং সেই সব মায়ের, যারা সন্তানদের স্বপ্নের ভার কাঁধে বহন করেন।
তিনি তাঁর এই পথচলায় স্বামী, পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা নীল এস. লাচম্যান ও পুরো টিমকে ধন্যবাদ জানান তাঁর ওপর বিশ্বাস রাখার জন্য। সারাহর ভাষায়, মহাকাশে বাংলাদেশের পতাকা বহন করার সুযোগ পাওয়া তাঁর জীবনের সবচেয়ে বড় সম্মান, আর এই অর্জন কেবল একটি শুরুমাত্র।
সিএ/এসএ


