মেট্রোরেল যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে চালু হলো বহুল প্রতীক্ষিত মোবাইল অ্যাপ সেবা।
এখন থেকে স্টেশনের কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন ছাড়াই ঘরে বসে ‘র্যাপিড পাস’ রিচার্জ করা যাবে। এই সেবার মাধ্যমে মেট্রোরেলসহ অন্যান্য গণপরিবহনে স্মার্ট কার্ড ব্যবহার আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে বলে জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ডিটিসিএ মিলনায়তনে মেট্রোরেল র্যাপিড পাস অ্যাপের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন উপস্থিত ছিলেন।
ডিটিসিএ জানায়, এই অ্যাপ ব্যবহার করে যাত্রীরা ঘরে বসেই র্যাপিড পাস ও এমআরটি কার্ড রিচার্জ করতে পারবেন। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি স্টেশনগুলোতে ভিড়ও কমবে। গত ১ জানুয়ারি থেকেই গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে।
ঘরে বসে অনলাইনে রিচার্জ করতে প্রথমে গুগল প্লে স্টোর থেকে নির্দিষ্ট অ্যাপটি ডাউনলোড করে সাইন-আপ বা নিবন্ধন করতে হবে। যাঁরা আগে র্যাপিড পাসের ওয়েবসাইটে নিবন্ধন করেছিলেন, তাঁরা একই লগইন তথ্য ব্যবহার করে অ্যাপে প্রবেশ করতে পারবেন। লগইন করার পর অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে কার্ডের তথ্য দেখা যাবে, প্রয়োজনে নতুন র্যাপিড পাস বা এমআরটি কার্ডও যুক্ত করা যাবে।
রিচার্জের ক্ষেত্রে বিকাশ, রকেট, ভিসা, মাস্টারকার্ড ও এএমইএক্স কার্ডসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অর্থ পরিশোধ করা যাবে। অনলাইনে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করার সুযোগ থাকছে।
তবে অনলাইনে টাকা পরিশোধ করলেই সঙ্গে সঙ্গে কার্ডে ব্যালেন্স কার্যকর হবে না। পেমেন্ট সম্পন্ন করার পর স্টেশনে থাকা ‘অ্যাড ভ্যালু মেশিন’ বা এভিএমে কার্ডটি একবার ট্যাপ করতে হবে। সফলভাবে রিচার্জ সম্পন্ন হলে মোবাইলে একটি নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে।
এই অ্যাপে আরও কিছু অতিরিক্ত সুবিধা রয়েছে। এনএফসি সুবিধাসম্পন্ন স্মার্টফোন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে কার্ডের ব্যালেন্স চেক করা যাবে। পাশাপাশি রিচার্জের ইতিহাস ও কার্ড ব্যবহারের তথ্য দেখা যাবে। কোনো কারণে পেন্ডিং রিচার্জ বাতিল করতে চাইলে ৭ দিনের মধ্যে আবেদন করতে হবে, সেক্ষেত্রে ৫ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। একটি কার্ডে একবারে মাত্র একটি পেন্ডিং রিচার্জ রাখা যাবে।
ডিটিসিএর নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির সাবেক নির্বাহী পরিচালক নীলিমা আখতার।
সিএ/এসএ


