ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা ওমরাহ পালন করতে পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন। নতুন বছরের শুরুতেই তিনি এই ধর্মীয় ইবাদত পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। সোমবার সামাজিকমাধ্যমে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক ছবি ও অনুভূতি শেয়ার করেছেন এই অভিনেত্রী।
পোস্ট করা ছবিগুলোতে পূর্ণিমাকে দেখা যায় কালো বোরকা ও সাদা হিজাব পরিহিত অবস্থায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ তার এই পোস্ট মুহূর্তেই ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে।
এর আগে, গত ১ জানুয়ারি মদিনা সফরের একটি ছবি সামাজিকমাধ্যমে প্রকাশ করেছিলেন পূর্ণিমা। সে সময় কালো বোরকা ও কালো হিজাব পরিহিত অবস্থায় মসজিদে নববী (সা.)-এর সামনে দাঁড়িয়ে তোলা সেই ছবির সঙ্গে তিনি লিখেছিলেন, ‘আপনার ওপর শান্তি ও বরকত বর্ষিত হোক হে আল্লাহর রাসুল।’
নতুন বছরের শুরুতে ওমরাহ পালনের এই মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ায় সামাজিকমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। পোস্টগুলোতে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভকামনা জানিয়েছেন। অনেকেই তার ওমরাহ কবুল হোক বলে দোয়া করেছেন।
সিএ/এসএ


