চলমান এসএ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতায় ভুগছেন দক্ষিণ আফ্রিকার তরুণ তারকা দেভাল্ড ব্রেভিস। প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে সাত ইনিংসে তিনি করেছেন মাত্র ৮৮ রান, যেখানে তার সর্বোচ্চ স্কোর অপরাজিত ৩৬। ‘বেবি এবি’ খ্যাত এই মিডল-অর্ডার ব্যাটারের এমন অফফর্ম নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন প্রোটিয়া কিংবদন্তি হার্শেল গিবস।
ব্রেভিসের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলে গিবস মন্তব্য করেন, কোচদের কাছ থেকে তিনি কী ধরনের নির্দেশনা পাচ্ছেন এবং ম্যাচ পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার সক্ষমতা তার মধ্যে কতটা রয়েছে, সেটি নিয়েও সংশয় প্রকাশ করেন। তবে এই সমালোচনাকে মোটেও গুরুত্ব দিতে নারাজ ব্রেভিস।
গিবসের সমালোচনার জবাব দিতে গিয়ে ব্রেভিস গণমাধ্যমকে বলেন, ‘এটা আমাকে বিরক্ত করে না। ওইসব কিংবদন্তি বা যাই বলুন—তাদের কথা যদি আমি ভাবি, তারা আর এখন খেলেন না। তাই এটা তাদের মন্তব্য, এতে আমার ওপর কোনো প্রভাব পড়ে না। আমি এসব দেখিও না।’
তিনি আরও বলেন, ‘আমি এখানে খেলাটা উপভোগ করছি। যেভাবে ব্যাট করা উচিত, সেভাবেই ব্যাট করছি। আমি পুরোপুরি ঠিক আছি। এসএ২০ হোক বা অন্য কোনো টুর্নামেন্ট, বাইরে থেকে সবসময়ই গুঞ্জন থাকে। বিশ্বকাপ হোক বা যাই হোক, শেষ পর্যন্ত এটা একটা ক্রিকেট ম্যাচই, একটা বল—সাদা বল।’
এর আগে হার্শেল গিবস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছিলেন, ‘এই ব্রেভিস ছেলেটাকে কোচরা কী বলছেন জানতে ইচ্ছে করছে। এতগুলো টি–টোয়েন্টি খেলার পরও তার ব্যাটিংয়ে ম্যাচ ম্যানেজমেন্টের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।’
উল্লেখ্য, ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজেও ব্রেভিস নিজের সেরা ফর্মে ছিলেন না। ওই সিরিজে তার ইনিংসগুলো ছিল ২২, ১৪, ২ ও ৩১ রানের। যদিও প্রোটিয়াদের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স ব্রেভিসের পাশে দাঁড়িয়ে শর্ট বলের বিপক্ষে তার দুর্বলতার আলোচনা নাকচ করে দেন।
সূত্র: খেলার সময়
সিএ/এসএ


