চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। রোববার (১১ জানুয়ারি) বেলা ১২টার দিকে তিনি ইনস্টিটিউটটির বিভিন্ন একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি ইনস্টিটিউটের চলমান গবেষণা, শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত সক্ষমতা সম্পর্কে অবহিত হন। এ সময় সংশ্লিষ্ট শিক্ষকরা ইনস্টিটিউটের গবেষণা অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করেন।
পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার বিশেষ দূত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি বাংলাদেশের সমুদ্র অর্থনীতি ও সুনীল অর্থনীতির সম্ভাবনা তুলে ধরে বলেন, এসব খাতে সঠিক পরিকল্পনা ও বিনিয়োগ বাড়ানো গেলে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে।
তিনি উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বন্দরসহ সম্ভাবনাময় খাতগুলোর কার্যকর ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতির সম্ভাবনার কথা উল্লেখ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক গবেষণায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময়ের সময় তিনি প্রশাসনিক জটিলতা ও আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার বিষয়টিও তুলে ধরেন। এসব প্রতিবন্ধকতা দূর করা গেলে গবেষণা ও বিনিয়োগ উভয় ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি মত দেন।
বঙ্গোপসাগরকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হিসেবে উল্লেখ করে এর কার্যকর ও টেকসই ব্যবহারের জন্য সুপরিকল্পনা ও প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
মতবিনিময় সভায় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সিএ/এসএ


