টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ইনজুরির কারণে অভিজ্ঞ দুই পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডকে আপাতত বিশ্বকাপ প্রস্তুতির অংশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি।
এর আগে প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড—দুজনকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছিল। তবে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় শেষ পর্যন্ত তাদের নিয়ে ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচক প্যানেল।
এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও। সিরিজটির জন্য ঘোষিত দলে এই দুই তারকা পেসারকে রাখা হয়নি। ফলে বিশ্বকাপের আগে দলের বোলিং বিভাগ নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে অস্ট্রেলিয়া শিবিরে।
গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধান নির্বাচক জর্জ বেইলি কামিন্সের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘আমি মনে করি না তারা পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত থাকবে। তবে বিশ্বকাপের সময় দুজনই দলে যোগ দিতে পারবে বলে আমরা আশাবাদী।’
কামিন্সের ফেরার সময়সূচি নিয়ে আরও সতর্ক অবস্থানের ইঙ্গিত দেন বেইলি। তিনি বলেন, ‘প্যাট কামিন্স হয়তো কিছুটা পরে ফিরবে। এটি ৫০ ওভারের বিশ্বকাপে ট্রাভিস হেডের পরিস্থিতির মতো হতে পারে, যেখানে নির্দিষ্ট একটি সময়ের পর দলে যোগ দেওয়ার সুযোগ থাকে। আমরা সেই সময় পর্যন্ত তাকে স্কোয়াডে রেখে ম্যানেজ করার চেষ্টা করব।’
অন্যদিকে জশ হ্যাজলউডের ফিটনেস নিয়ে তুলনামূলকভাবে বেশি আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া। বেইলি বলেন, ‘হফ’ (হ্যাজলউড) শুরু থেকেই খেলার জন্য প্রস্তুত থাকবে বলেই মনে হচ্ছে। তবে প্রয়োজনে স্কোয়াডে সামান্য পরিবর্তন আনতে হতে পারে।’
সিএ/এএ


