২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা শফিকুল ইসলাম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজউন)। দীর্ঘ প্রায় দেড় বছর চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই খবর জানান। তিনি বলেন, আজ হলুয়াঘাটের আহত জুলাইযোদ্ধা শফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন।
নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, শফিকুল ইসলাম গুলিবিদ্ধ অবস্থায় প্রায় দেড় বছর ধরে চিকিৎসাধীন ছিলেন। আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন।
সিএ/এএ


