ফর্সা ত্বক চাওয়া আজকাল অনেকের মধ্যে সাধারণ আকাঙ্ক্ষা। তাই নারী ও পুরুষ দুজনই নানা ধরনের প্রসাধনী ও ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেন। এর মধ্যে গমের আটা দিয়ে তৈরি ফেসমাস্ক সবচেয়ে জনপ্রিয়। গমের আটায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন ই এবং জিঙ্ক, যা ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।
আটার ফাইবার ত্বকের গভীর টক্সিন দূর করে এবং ব্রণের সমস্যা কমায়। জিঙ্ক ও ভিটামিন ই ত্বককে উজ্জ্বল রাখে এবং তৈলাক্ত ত্বকের জন্যও আটার মাস্ক কার্যকর। ত্বকের রঙ উজ্জ্বল করতে চাইলে ২ চা চামচ গমের আটার সঙ্গে এক চা চামচ ক্রিম মিশিয়ে মুখে লাগাতে পারেন। কিছুক্ষণ পরে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
আটাকে স্ক্রাব হিসেবেও ব্যবহার করা যায়। পাতলা আটা পেস্ট প্রায় ২০ মিনিট মুখে রাখুন, এরপর বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন এবং হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। এটি ত্বকের মৃত কোষ সরিয়ে উজ্জ্বলতা বৃদ্ধি করে।
শুষ্ক ত্বকের জন্য আটার সঙ্গে দই ও মধু মিশিয়ে ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। এছাড়া ট্যানযুক্ত ত্বকের জন্য আটা, লেবুর রস ও দইয়ের মিশ্রণও কার্যকর।
প্রাকৃতিক থ্রেডিং-এর জন্যও আটা ব্যবহার করা যায়। আটা, হলুদ গুঁড়া এবং দুধ বা ঘি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে শুকিয়ে গেলে বৃত্তাকারে ঘষে তুলে ফেললে চুল ও মৃত ত্বক পরিষ্কার হয় এবং ত্বক উজ্জ্বল দেখায়।
সিএ/এএ


