সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ইতিমধ্যে দুই ধাপে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে। ফলে পরীক্ষার্থীদের জন্য এখনই প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।
এই প্রস্তুতিকে আরও কার্যকর করতে পরীক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক মডেল টেস্ট আয়োজন করেছে প্রথম আলো। নিয়মিত আয়োজনের তৃতীয় পর্বে গণিত বিষয়ের ওপর এই মডেল টেস্টটি তৈরি করেছেন গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকার সহকারী শিক্ষক বিশ্বজিত সুর।
মডেল টেস্টে গণিতের পাশাপাশি সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও সমসাময়িক বিষয়ভিত্তিক মোট ২০টি বহুনির্বাচনী প্রশ্ন সংযুক্ত করা হয়েছে। এতে স্বাভাবিক সংখ্যার যোগফল, মুনাফা, শতকরা হার, বীজগণিত, জ্যামিতি, সময় ও কাজ, ধারাবাহিক সংখ্যা, প্রযুক্তি, স্বাস্থ্য, বিজ্ঞান এবং শিল্পবিপ্লব সংক্রান্ত প্রশ্ন রাখা হয়েছে, যা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।
এই মডেল টেস্টের মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের প্রস্তুতির মান যাচাই করার পাশাপাশি পরীক্ষার প্রশ্ন কাঠামো ও সময় ব্যবস্থাপনার ধারণা নিতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ানো এবং দুর্বল জায়গাগুলো চিহ্নিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সিএ/বিই


