উত্তরের জেলা নীলফামারীতে হিমেল হাওয়া ও ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে তীব্র শীত। এতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের দাপটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষরা। পাশাপাশি শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। দিনের অধিকাংশ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের তাপ পর্যাপ্তভাবে অনুভূত হচ্ছে না, ফলে শীতের তীব্রতা আরও বেড়েছে। জরুরি প্রয়োজ ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না।
শীতের কারণে রাস্তাঘাট, বাজার ও শপিংমলে লোকজনের উপস্থিতি কমে গেছে। সরকারি ও বেসরকারি অফিসে কর্মচারীরা উপস্থিত থাকলেও কাজকর্মে দেখা যাচ্ছে স্থবিরতা।
ডিমলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর সবুর বলেন, ‘আজ ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সপ্তাহজুড়ে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আগামী কয়েক দিনে শীত ও কুয়াশার মাত্রা আরও বাড়তে পারে।’
সিএ/এএ


