কিছুদিন আগেই এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউডের ড্যান্সিং কুইন নোরা ফাতেহি। সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে মুম্বাইয়ে এক গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি। অভিযোগ রয়েছে, মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তি নোরার গাড়িতে ধাক্কা মারেন। তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের বিপদ এড়িয়ে সুস্থ হয়ে ওঠেন এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নোরা ফাতেহির ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। বিনোদন অঙ্গনে গুঞ্জন, এক ফুটবলারের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন তিনি। শুধু তাই নয়, সেই ফুটবলারের সঙ্গে একাধিকবার ডেটিং করেছেন বলেও আলোচনা চলছে।
নোরার একটি সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরেই মূলত এই চর্চার সূত্রপাত। পোস্টটি প্রকাশের পর অনেক ভক্তের মধ্যেই কৌতূহল ও আলোচনা তৈরি হয়। এমনকি নোরার বহু পুরুষ অনুরাগীর মন ভেঙেছে বলেও শোনা যাচ্ছে।
সম্প্রতি আফ্রিকা কাপ অফ নেশনসের একটি ম্যাচ দেখতে মরক্কো সফর করেন নোরা ফাতেহি। প্রথম নজরে বিষয়টি স্বাভাবিক মনে হলেও, ভেতরে ভেতরে নাকি রয়েছে ভিন্ন গল্প। জল্পনায় বলা হচ্ছে, ফুটবল ম্যাচ দেখা ছিল কেবল বাহানা, আসল আকর্ষণ ছিল প্রেমের টান।
খবর অনুযায়ী, নোরার সেই ‘বিশেষ মানুষ’ ওই ম্যাচেই মাঠে খেলেছিলেন। এমনকি ম্যাচের আগেও দুবাই ও মরক্কোয় একাধিকবার তাঁদের দেখা হয়েছে বলেও দাবি উঠেছে।
তবে রহস্যময় সেই ফুটবলারের পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি। নোরা ফাতেহি কিংবা সংশ্লিষ্ট ফুটবলার—কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। ফলে পুরো বিষয়টি আপাতত গুঞ্জন ও জল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
উল্লেখ্য, আফ্রিকা কাপ অফ নেশনসের প্রথম ম্যাচে কোমোরোসকে ২-০ গোলে হারায় মরক্কো। ওই ম্যাচেই গ্যালারিতে লাল পোশাকে নোরা ফাতেহিকে দেখা যায়, যা জল্পনাকে আরও উসকে দেয়।
ম্যাচ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পোস্টও করেন নোরা। একটি ভিডিওতে দেখা যায়, এক সহচরীর সঙ্গে মরক্কোর পতাকা হাতে নৃত্যরত নোরাকে। ক্যাপশনে ম্যাচের ফলাফল উল্লেখ করে তিনি লেখেন, “খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল। তবে বিরতির পর আমাদের ছেলেরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।”
এই সবকিছুর পর প্রশ্ন উঠেছে একটাই—নোরা ফাতেহির হৃদয়ে জায়গা করে নিয়েছেন ঠিক কোন ফুটবল তারকা?
সিএ/এএ


