ঘন কুয়াশাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অপারেশন ব্যাহত হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকাগামী মোট ৮টি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকাগামী এই ৮টি ফ্লাইটের মধ্যে বিকল্প হিসেবে ৩টি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, ৪টি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং ১টি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবহাওয়া স্বাভাবিক হলেই সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে।
বিলম্বিত ও ডাইভার্টেড ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনস প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা প্রদান করছে। পাশাপাশি, যাত্রীদের সহযোগিতা ও ধৈর্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সিএ/এএ


