ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই-বোন হলেন যশোরের কেশবপুর উপজেলার চালতীবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০) ও মেয়ে বিউটি বেগম (৩০)। নিহত অপর ব্যক্তি হলেন একই জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে নিশান উল্লাহ (২৩)। আহত দুইজনের নাম জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, খুলনার দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিল। এতে মোট ৫ জন যাত্রী ছিলেন। হাজী অ্যাম্বুলেন্স সার্ভিসের ওই গাড়িটি মনসুরাবাদ এলাকায় পৌঁছালে ঢাকার দিক থেকে খুলনার দিকে আসা একটি বড় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে অ্যাম্বুলেন্সের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলে তিন যাত্রী নিহত হন এবং আহত দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর ট্রাকটি রেখে ট্রাকচালক পালিয়ে যায়।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। পলাতক ট্রাক চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনায় ব্যবহৃত অ্যাম্বুলেন্স ও ট্রাক হাইওয়ে থানায় রাখা হয়েছে।
সিএ/এএ


