প্রথমবার অনুষ্ঠিত হতে যাওয়া মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে। ফুটবলের পর এবার ফুটসালেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।
ফুটসাল দলে জায়গা পেয়েছেন ইংলিশ কোচ পিটার বাটলারের বিপক্ষে বিদ্রোহের ঘটনায় আগের ফুটবল দল থেকে বাদ পড়া ডিফেন্ডার মাসুরা পারভীন এবং দুই ফরোয়ার্ড কৃষ্ণারানী সরকার ও সুমাইয়া মাতসুশিমা। এ ছাড়া দীর্ঘদিন ফুটবল মাঠের বাইরে থাকা মিশরাত জাহান মৌসুমীকেও অন্তর্ভুক্ত করা হয়েছে স্কোয়াডে।
দলের সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। সুমাইয়া মাতসুশিমা দ্বিতীয় অধিনায়ক, মাসুরা পারভীন তৃতীয় এবং কৃষ্ণারানী সরকার চতুর্থ অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন। মেয়েদের ফুটসাল দল পরিচালনার দায়িত্বে থাকছেন ইরানি কোচ সাঈদ খোদারাহমি, যিনি নারী ফুটবল দলের সঙ্গেও যুক্ত রয়েছেন।
প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত। ছেলেদের মতো মেয়েদের আসরেও সাতটি দেশ অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়।
বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণকারী দেশগুলো হলো ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। এরপর পর্যায়ক্রমে ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং সর্বশেষ মালদ্বীপের মুখোমুখি হবে সাবিনা খাতুনের দল।
ঘোষিত বাংলাদেশ ফুটসাল দলে রয়েছেন সাবিনা খাতুন (অধিনায়ক), সুমাইয়া মাতসুশিমা, মাসুরা পারভীন, কৃষ্ণারানী সরকার, লিপি আক্তার, মেহেনুর আক্তার, নওশন জাহান, নিলুফা ইয়াসমিন নিলা, মারজিয়া, রাত্রি মনি, সুমি খাতুন, মিশরাত জাহান মৌসুমী, ইতি রানী, সাথী বিশ্বাস ও স্বপ্না আক্তার জিলি।
সিএ/বিই


