বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নতুন ‘সুপ্রিম কোর্ট সচিবালয়’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সচিবালয়টির উদ্বোধন করবেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৩০ নভেম্বর পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারির মাধ্যমে প্রায় ২৫ বছর পর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ সম্পূর্ণভাবে পৃথক হয়।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, আপাতত সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন–৪ এর দুটি কক্ষ নিয়ে সচিবালয়ের কার্যক্রম শুরু হচ্ছে। ইতোমধ্যে প্রধান বিচারপতি আট সদস্যবিশিষ্ট একটি ‘পরিকল্পনা ও উন্নয়ন’ কমিটি এবং পদ সৃজন কমিটি গঠন করেছেন। পাশাপাশি সচিবালয়ের পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে গত ৭ ডিসেম্বর ৪৮৯ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
সরকার গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করে। নতুন অধ্যাদেশ অনুযায়ী, অধস্তন আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ ও প্রশাসনিক সার্বিক দায়িত্ব এখন থেকে সুপ্রিম কোর্ট সচিবালয় পালন করবে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বিচার সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার ফলে দেশের বিচার বিভাগ দীর্ঘদিনের দ্বৈত শাসন থেকে মুক্ত হলো এবং প্রশাসনিক কাঠামো আরও সুসংগঠিত হলো।
সিএ/এএ


