মডেলিং থেকে অভিনয়—দেড় দশকের ক্যারিয়ারে চার শতাধিক নাটকে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। নিয়মিত অভিনয় করলেও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। ফলে ভক্ত-অনুরাগীদের সাধারণ প্রশ্ন—কেয়া পায়েলের বিয়ে কবে?
সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে বিয়ে নিয়ে নিজের পরিকল্পনা ও ব্যক্তিগত ভাবনা প্রকাশ করেন কেয়া পায়েল।
তিনি বলেন—
“বিয়ে যদি করি, সবাইকে জানিয়েই করব। বিয়ে জানিয়ে করাটাই সুন্দর। জীবনের এত সুন্দর পথচলায় সবার আশীর্বাদ চাই।’’
নারীর স্বাধীনতার পক্ষে নিজের অবস্থান তুলে ধরে পায়েল আরও বলেন—
“সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা। যে পরিবারে আমার বিয়ে হবে, আমি চাই তারা আমাকে আপন করে নিক, আমিও তাদের আপন করে নেব। এক জীবন কাটালাম মা–বাবার সঙ্গে, আরেক জীবন কাটাব আরেক মা–বাবার সঙ্গে। তখন নতুন করে আরেক কেয়া পায়েলের জন্ম হবে।”
বিয়ে কবে করছেন—এ প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও কেয়া পায়েল জানালেন,
“সবটাই সৃষ্টিকর্তার ওপর নির্ভর। সময় হলে নিজে থেকেই জানিয়ে দেব।”
সিএ/এএ


