সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় ডিএসইতে বেশিরভাগ সূচকই ঊর্ধ্বমুখী অবস্থান ধরে রাখে।
ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৯০২ পয়েন্টে। একই সময়ে ডিএসই শরিয়াহ্ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বাড়ে, যার অবস্থান যথাক্রমে ১,০২৮ ও ১,৮৯৫ পয়েন্ট।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে ৩৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়। এ সময় ১৮৮ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি, ৭০টির দর কমে এবং ৭২টি অপরিবর্তিত থাকে।
লেনদেনে শীর্ষ কোম্পানি (ডিএসই)
খান ব্রাদার্স, বিডি থাই, সিমটেক ইন্ডাস্ট্রি, শেফার্ড ইন্ডাস্ট্রি, ডোমিনেজ স্টিল, আনোয়ার গ্যালভানাইজিং, জেনেক্স, মিডল্যান্ড ব্যাংক, খুলনা প্রিন্টিং ও শাহজিবাজার পাওয়ার।
লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বাড়ে। ১০টা ১০ মিনিটে সূচক আরও ৯ পয়েন্ট বৃদ্ধি পায়। সকাল ১০টা ২০ মিনিটে সূচকের অবস্থান দাঁড়ায় ৪,৯০৬ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেশি।
সিএসইতেও ঊর্ধ্বমুখী প্রবণতা
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকাল সাড়ে ১০টায় সিএএসপিআই সূচক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৩,৭৬৯ পয়েন্টে।
এ সময় সিএসইতে ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১০ কোম্পানির দর বৃদ্ধি, ৫টির দর হ্রাস এবং ৪টি অপরিবর্তিত থাকে।
পুঁজিবাজারের সামগ্রিক চিত্রে লেনদেনের গতি এবং সূচকের প্রবণতা দুই বাজারেই ইতিবাচক ধারায় রয়েছে।
সিএ/এএ


