জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই তিনশ আসনে এনসিপির মনোনয়ন চূড়ান্ত করা হবে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের জুলাই স্মৃতিস্তম্ভে উন্নয়ন বরাদ্দ পাওয়া বিভিন্ন মসজিদ–মন্দিরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি–জামায়াতের সঙ্গে অ্যালায়েন্সের সম্ভাবনা এখনও খোলা রয়েছে। আলোচনা চলছে এবং যারা সংস্কার–মুখী রাজনীতি, জুলাইয়ের আকাঙ্ক্ষা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং মুসলিম সেন্টিমেন্ট ও সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি ধারণ করবে—তাদের সঙ্গে অ্যালায়েন্সের পথ উন্মুক্ত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অচিরেই এ বিষয়ে ইতিবাচক সমাধান মিলবে।
সদ্য ঘোষিত পঞ্চগড় জেলা কমিটিতে জাতীয় পার্টির তিন নেতাকে অন্তর্ভুক্ত করার প্রসঙ্গে সারজিস আলম বলেন, যাদের গ্রহণযোগ্যতা, ভালো ইমেজ, রাজনৈতিক অভিজ্ঞতা ও সচেতনতা রয়েছে—তাদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। তিনি আরও জানান, গণঅভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগের কোনো ইউনিটে যারা রানিং পদে ছিলেন—তাদের কাউকে পঞ্চগড়সহ দেশের কোথাও আহ্বায়ক বা সমন্বয় কমিটিতে রাখা হয়নি।
মসজিদ–মন্দিরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় সারজিস বলেন, আমরা ধর্মপ্রাণ মুসলমান হিসেবে ধর্মীয় বিধিনিষেধ মেনে চলব, কিন্তু নিজেদের আদর্শ অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা বিপর্যয় ডেকে আনতে পারে। তিনি বলেন, এমন চেষ্টা করলে দীর্ঘ মেয়াদে বাংলাদেশের অনুকূল কোনো পরিস্থিতি সৃষ্টি হবে না, যেমনটি শেখ হাসিনা দেখেননি।
সিএ/ইরি


