ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত একান্ত জরুরি কারণ ছাড়া ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে সব পর্যায়ের কর্মকর্তারা প্রয়োজনীয় কারণ ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না।
অপরিহার্য কারণ বলতে চিকিৎসা, তীর্থযাত্রা বা জরুরি অফিসিয়াল প্রয়োজনে বিদেশ ভ্রমণ করা যাবে বলে উল্লেখ করা হয়েছে। এর বাইরে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারার ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
দেশে বর্তমানে ৬১টি তফসিলি ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে। নতুন এই নির্দেশনার ফলে এসব ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনের আগ পর্যন্ত বিদেশ ভ্রমণ সীমিত থাকবে। এর আগেও বিভিন্ন সময়ে বিশেষ পরিস্থিতিতে বিদেশযাত্রা বিষয়ে নিষেধাজ্ঞা বা শিথিলতা আরোপ করেছিল বাংলাদেশ ব্যাংক। তবে এবার নির্বাচনকেন্দ্রিক সতর্কতার অংশ হিসেবে নির্দেশনা দেওয়া হলো।
সিএ/এমআরএফ


