টি-টোয়েন্টি সিরিজে ফর্মহীনতার কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়েছেন বাঁহাতি ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি। সর্বশেষ তিন ম্যাচে তার রান মাত্র ০, ১ ও ১। তবে তাকে দল থেকে বাদ দেওয়ার এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি সামনে রেখে সংবাদ সম্মেলনে লিটন জানান, শামীমকে দলে রাখলে ভালো হতো। কিন্তু নির্বাচকদের সিদ্ধান্তে তাকে নোটিশ না করেই বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, শামীম বাদ পড়ার ব্যাপারে তাকে কোনোভাবেই জানানো হয়নি।
দল গঠনের প্রক্রিয়া নিয়ে অসন্তোষ জানিয়ে লিটন বলেন, এতদিন তিনি ভাবতেন—কোনো খেলোয়াড় যোগ বা বাদ পড়ার ব্যাপারে অন্তত অধিনায়কের জানার কথা। শামীমের পারফরম্যান্স নিয়েও লিটন বলেন, সব খেলোয়াড় সব সিরিজে ভালো করবে—এমন আশা করা ঠিক নয়। সাম্প্রতিক সিরিজগুলোতে শামীম প্রয়োজনীয় অবদান রেখেছিল বলেও উল্লেখ করেন তিনি।
অধিনায়ক হিসেবে অসহায়ত্ব প্রকাশ করে লিটন বলেন, তিনি শামীমকে আরও সমর্থন দিতে চেয়েছিলেন। তবে দল নির্বাচনে অধিনায়ক ও কোচের মতামত থাকা প্রয়োজন বলে তার মন্তব্য। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে অধিনায়ক হিসেবে থাকবেন কি না—সেই প্রশ্নেও তিনি সরাসরি উত্তর দেননি।
সিএ/এমআরএফ


