আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করলে ইমাম-খতিবদের জন্য স্থায়ী সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, আলেমরা সমাজ সংস্কারক। আগামী নির্বাচনে ইমাম-খতিবসহ সকল আলেমের সমর্থন চাই।
তারেক রহমান আরও বলেন, আলেম-ওলামাদের বাদ দিয়ে দেশের স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। বিএনপি সবসময় ইসলামবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার রয়েছে এবং ইসলামের মৌলিক বিষয় নিয়ে কখনো আপস করেনি।
তিনি ইমাম ও খতিবদের উদ্দেশে বলেন, স্বাধীনতা রক্ষায় আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।
জাতীয় এই সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহসহ অন্যান্য বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।
সিএ/এমআরএফ


