ঢাকার পরিবহন ও নগর পরিকল্পনার ব্যর্থতা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ ট্রানজিট–অরিয়েন্টেড ডেভেলপমেন্ট (টিওডি) সেমিনারে তিনি বলেন, রাজধানীর রাস্তায় চলাচলকারী প্রায় সব বাসই বিপজ্জনক কালো ধোঁয়া ছড়াচ্ছে। এ ধরনের গাড়ি শহরের বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ হলেও, রাষ্ট্র ও নগর প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে।
রিজওয়ানা হাসান বলেন, “ঢাকার গণপরিবহন ব্যবস্থার এতদূর অবনতি হয়েছে যে বাসগুলো ব্যবহারযোগ্য অবস্থায় নেই। প্রতিদিন একটার পর একটা বাস কালো ধোঁয়া ছড়াচ্ছে। একেকটি বাস যেন চলন্ত দূষণ-কারখানা।” তিনি আরও বলেন, স্মার্ট পরিবহন নীতি এখনও দৃশ্যমান নয়। এর প্রভাব পড়ছে নভেম্বরে–ডিসেম্বরে ঢাকার বায়ুদূষণ পরিস্থিতিতে, যা বিশ্বের শীর্ষের মধ্যে জায়গা করে নিচ্ছে।
পরিবেশ উপদেষ্টা মেট্রো স্টেশন নির্মাণের জন্য পার্ক বা উন্মুক্ত স্থান দখলকে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “উন্মুক্ত স্থান রক্ষা বাধ্যতামূলক। মানুষের আশেপাশে খোলা জায়গা নেই। ভূমিকম্প বা অন্য দুর্যোগে আশ্রয় নেওয়ার জায়গা ঢাকায় হাতে গোনা। তাই পার্ক দখলের সংস্কৃতি চলতে পারে না।”
টিওডি প্রকল্পকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, এটি স্মার্ট পরিবহন নীতির অংশ মাত্র। নতুন বাজার, স্টেশন বা অবকাঠামো নির্মাণের আগে মানুষের প্রয়োজন ও এলাকার বাস্তব চাহিদা বিবেচনা করতে হবে। তিনি সতর্ক করে বলেন, ঢাকা শহরের বাজার ও পার্কিং চাপকে উপেক্ষা করে যেকোনো পরিকল্পনা সুষ্ঠু ও কার্যকর হবে না।
বায়ুদূষণ, উন্মুক্ত স্থান সংকট ও দুর্বল শাসনব্যবস্থাকে কেন্দ্র করে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, নিমতলী ও চকবাজারের আগুনের মতো বিপর্যয়ও শিক্ষা দেয়নি। রাসায়নিক গুদাম সরাতে দুটি প্রকল্প হাতে নেওয়া হলেও অগ্রগতি ধীর। এই পরিস্থিতির জন্য তিনি দায়ী করেছেন স্বার্থান্বেষী গোষ্ঠী ও দুর্বল প্রশাসন।
পরিবেশ উপদেষ্টা ঢাকার পরিচ্ছন্নতা এবং সবুজায়নেও উদ্বেগ প্রকাশ করেন। শহরের বিভাজক ও খালি জমি সবুজ করার জন্য সরকারি প্রক্রিয়ার ধীরগতি তুলে ধরেন। তিনি বলেন, বর্ষায় গাছ লাগালে রক্ষণাবেক্ষণের ঝুঁকি কমে। কমিউনিটিকে পরিকল্পনায় যুক্ত করলে তারা নিজেরাই সবুজ রক্ষা করবে।
রিজওয়ানা হাসানের মতে, টিওডি প্রকল্পের সাফল্য মানুষের অংশগ্রহণের ওপর নির্ভর করবে। তিনি আশা প্রকাশ করেন, জাইকা ও রাজউকের অংশীদারিত্ব ঢাকার জন্য নিরাপদ গণপরিবহন, খোলা জায়গা ও টেকসই সবুজায়ন নিশ্চিত করতে সাহায্য করবে।
সিএ/এমআরএফ


