পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সন্দেহ এবং অবিশ্বাসের ভিত্তিতে দেশের প্রকৃত পরিবর্তন আনা সম্ভব নয়। দেশের উন্নয়ন ও পরিবর্তনের জন্য নাগরিকদের সক্রিয় ভূমিকা এবং সঠিক নীতিমালার প্রয়োগ অপরিহার্য।
শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। রিজওয়ানা বলেন, “উপদেষ্টা পরিষদ একা কিছু করতে পারবে না। নাগরিকরা যদি নিজেরা পরিবর্তনের উদ্যোগ না নেন, তাহলে কোনো পরিবর্তন আসবে না।”
তিনি জুলাই আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “পুরোনো রাজনীতি যদি সঠিকভাবে চলত, তাহলে এমন আন্দোলনের প্রয়োজন হতো না। পুরোনো নিয়মগুলোকে মেনে চলে কোনো কার্যকর পরিবর্তন সম্ভব নয়। সন্দেহ এবং অবিশ্বাসকে ভিত্তি করে কোনো পরিবর্তন আনা যায় না।”
রিজওয়ানা বলেন, মানুষকে বদলানোর চেয়ে সঠিক নিয়ম প্রতিষ্ঠা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। “নিয়ম ঠিক থাকলে ফলাফল আসবেই। আমরা সেই নিয়মগুলো ঠিক করতে কাজ করছি,” তিনি যোগ করেন।
নদী দূষণ রোধের জন্য দ্রুত সিদ্ধান্ত নেয়ার প্রয়োজনীয়তাও তুলে ধরেন রিজওয়ানা হাসান। তিনি বলেন, “দূষণের শুধুমাত্র একটি অংশ নিয়ে কাজ করলে হবে না। পুরো ব্যবস্থাটাকে সামগ্রিকভাবে (কমপ্রিহেনসিভভাবে) দেখা দরকার।”
সিএ/এমআরএফ


