আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম টানা পতনে। যুক্তরাষ্ট্রের শক্তিশালী চাকরির তথ্য প্রকাশের পর ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদের হার কমাবে—এ প্রত্যাশা কমে যাওয়ায় শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি ১ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৩৬.২১ ডলারে। সপ্তাহজুড়ে কমেছে ১ শতাংশ। ডিসেম্বরে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারও ০.৭ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৩৩.৩০ ডলারে নেমেছে।
বাজার বিশ্লেষক নিটেশ শাহ জানান, প্রত্যাশার তুলনায় শক্তিশালী শ্রমবাজারের তথ্য বিনিয়োগকারীদের মনে সুদহার কমানোর আস্থায় ধাক্কা দিয়েছে। অক্টোবরে নন-ফার্ম সেক্টরে নতুন কর্মসংস্থান হয়েছে ১ লাখ ১৯ হাজার—যা পূর্বাভাসের দ্বিগুণেরও বেশি। তবে বেকারত্ব চার বছরের সর্বোচ্চে পৌঁছেছে।
ট্রেডারদের হিসাবে, ডিসেম্বরের নীতি-সভায় সুদ কমানোর সম্ভাবনা এখন মাত্র ৩৩ শতাংশ, যা গত সপ্তাহের ৪৪ শতাংশ থেকে কমেছে। ফেডের ক্লিভল্যান্ড শাখার প্রেসিডেন্ট বেথ হ্যাম্যাকও সুদ কমানো নিয়ে সতর্ক অবস্থান বজায় রেখেছেন।
সুদের অনিশ্চয়তায় এশিয়ার বাজারে স্বর্ণচাহিদা দুর্বল হয়েছে। সম্ভাব্য ক্রেতারা অপেক্ষায় থাকায় লেনদেন কমেছে। যদিও স্বল্পমেয়াদে চাপ বাড়লেও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, শেয়ারবাজারের ঝুঁকি, ভূরাজনৈতিক সংকটসহ নানা কারণে স্বর্ণের মৌলিক চাহিদা এখনও শক্ত অবস্থানে রয়েছে বলে বিশ্লেষকদের মত।
এদিন রুপার দাম ৩.৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪৮.৯৪ ডলারে নামে। প্লাটিনাম ১.৩ শতাংশ কমে ১ হাজার ৪৯১.৩৬ ডলার এবং প্যালাডিয়াম ২ শতাংশ হ্রাস পেয়ে ১ হাজার ৩৫০.৫০ ডলারে লেনদেন হয়।
দেশের বাজারেও স্বর্ণের দাম বড় পরিমাণে পুনর্নির্ধারণ করা হয়েছে। বর্তমানে প্রতি ভরি (২২ ক্যারেট) ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
সিএ/এমআরএফ


