রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সমন্বিত বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের একাধিক টিম বিভিন্ন স্পট শনাক্ত করে মাদকসহ নানা অপরাধে জড়িত সন্দেহভাজনদের আটক করে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ নভেম্বর) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গ্রেফতারদের মধ্যে দীর্ঘদিন ধরে পলাতক পরোয়ানাভুক্ত আসামি ছাড়াও রয়েছে নিয়মিত মামলার অভিযুক্ত এবং স্থানীয়ভাবে চিহ্নিত অপরাধী। অভিযানের আগে গোয়েন্দা তথ্য যাচাই করে অভিযুক্তদের অবস্থান নিশ্চিত করে পুলিশ সদস্যরা।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন সুমন (২৩), নাঈম (২০), আনোয়ার (৫৭), মাসুদ মোল্লা (৩৩), রাসেল (৩০), রবিউল (১৯), সাগর (২৭), ইমন (২৪), লালচান বাদশা (২৪), আরাফাত হোসেন তুহিন (২১), জোবায়ের (২০), আনোয়ারুল ইসলাম (৪৪), একেএম সাঈদ (৪৮), রবিন (২৫), ইমরান (২১) ও হাসান (২৮)। তাদের বিরুদ্ধে মাদক বহন, ছিনতাই, প্রতারণা এবং আগের মামলায় পলাতক থাকার অভিযোগের তথ্য পাওয়া গেছে বলে জানায় পুলিশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে স্থানীয় বাসিন্দাদের সহায়তা ও প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করা হয়েছে। গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, এই অভিযান এলাকায় নিরাপত্তা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে এবং নিয়মিতভাবে এমন অভিযানের কার্যক্রম অব্যাহত থাকবে।
সিএ/এমআরএফ


