ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য আঞ্চলিক নিরাপত্তা জোট কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) স্তরের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এনএসএ স্তরে সদস্য দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ভবিষ্যৎ কর্মপন্থা, কৌশলগত পরিকল্পনা এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র নিয়ে গভীর আলোচনা করেন।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই আঞ্চলিক ফোরামে অংশগ্রহণের জন্য খলিলুরকে আমন্ত্রণ জানিয়ে তিনি বৈঠকে বাংলাদেশের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরেছেন।
অন্তর্বর্তী সরকার আঞ্চলিক সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বিভিন্ন আঞ্চলিক সংস্থার সভায় নিয়মিত অংশগ্রহণ করছে। গত এপ্রিলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিমসটেকের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি সার্ককে পুনরুজ্জীবিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন।
খলিলুর রহমান এর আগে চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত চায়না-ইন্ডিয়ান ওশান রিজিয়ন ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন। নয়াদিল্লিতে সিএসসি বৈঠকে তাঁর অংশগ্রহণকে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার জন্য অন্তর্বর্তী সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
সিএসসির পঞ্চম সদস্য হিসেবে বাংলাদেশকে গত বছর মরিশাসে আয়োজিত অষ্টম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে স্বাগত জানানো হয়। সিএসসিতে বর্তমানে ভারত, শ্রীলঙ্কা, মরিশাস ও মালদ্বীপ পূর্ণ সদস্য হিসেবে অংশগ্রহণ করে। এছাড়া সেশেলস পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে বৈঠকে অংশগ্রহণ করে।
২০২০ সালে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যে সামুদ্রিক সহযোগিতার পরিধি সম্প্রসারণের উদ্দেশ্যে সিএসসি গঠিত হয়। ২০২২ সালে মরিশাস যুক্ত হয়ে জোটকে আরও শক্তিশালী করেছে।
সিএ/এমআরএফ


