আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি মিশন টিমের সঙ্গে সৌজন্য ও নীতিগত আলোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, চলমান সংকট মোকাবিলা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এনসিপি প্রতিনিধি দল জরুরি সংস্কার বাস্তবায়নে ও সহযোগিতা অব্যাহত রাখায় আইএমএফকে ধন্যবাদ জানায় এবং তহবিলের সমর্থনকে দেশের অর্থনীতির ভবিষ্যৎ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, আলোচনায় আইএমএফ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির ধীরগতি, রাজস্ব আহরণ, রাজস্ব-জিডিপি অনুপাতের ঘাটতি, ডিস্ট্রেসড অ্যাসেট বৃদ্ধি এবং যুব কর্মসংস্থান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এসব বিষয়ে এনসিপি প্রতিনিধিরা আইএমএফের মতের সঙ্গে একমত পোষণ করে বলেন, তারা রাজস্ব ব্যবস্থার ডিজিটালাইজেশন, আর্থিক খাতের চলমান সংস্কার ও অর্থনৈতিক শৃঙ্খলা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল পূর্ববর্তী সরকারের ক্লেপ্টোক্রেসি কীভাবে বাংলাদেশের অর্থনীতি ও প্রশাসনে প্রভাব ফেলেছে এবং ভবিষ্যতে এমন দুর্নীতি প্রতিরোধে কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা। এছাড়া অনানুষ্ঠানিক অর্থনীতির পরিধি কমানো, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়েও গুরুত্ব দিয়ে আলোচনা হয়।
উভয় পক্ষই আশা প্রকাশ করে, বাংলাদেশের পরিশ্রমী জনগণই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি এবং সম্মিলিত প্রচেষ্টা দেশের অর্থনীতিকে আরও স্থিতিশীল ও সহনশীল পথে এগিয়ে নেবে।
আইএমএফের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন ক্রিস পাপাজর্জিউ, বাংলাদেশ মিশন চিফ, ম্যাক্সিম ক্রিশকো, ঢাকা রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ এবং তৌহিদ এলাহি, ডেপুটি সেক্রেটারি ও ইকোনমিক এনালিস্ট।
এনসিপির প্রতিনিধি দলে ছিলেন জাবেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক ও প্রধান, শিল্প ও বাণিজ্য সেল; মো. সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক ও প্রধান, আন্তর্জাতিক সম্পর্ক সেল; আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব ও কো-লিড, আন্তর্জাতিক সম্পর্ক সেল; আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, সংগঠক ও কো-লিড, শিল্প ও বাণিজ্য সেল; এবং মো. আব্দুল্লাহ আল ফয়সাল, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সদস্য, শিল্প ও বাণিজ্য সেল।
সিএ/এমআরএফ


