চুয়াডাঙ্গা পৌর এলাকার জোয়ার্দ্দারপাড়ায় মাদক সেবনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ছয়জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে। আহতদের মধ্যে নোমান নামের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আহতরা হলেন- মসজিদপাড়ার মৃত সালাউদ্দীনের স্ত্রী শিল্পী খাতুন (৪০) ও তার ছেলে নোমান (২০), একই এলাকার টিটনের স্ত্রী মিনু খাতুন (৪০) ও তার ছেলে পুলক (২২), বাগানপাড়ার জাহাঙ্গীরের ছেলে মানিক (৩২) এবং মসজিদপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে ফিরোজ।
পুলিশ জানায়, সংঘর্ষের সূত্রপাত মাদক সেবনকে কেন্দ্র করে। মসজিদপাড়ার টিটনের ছেলে সিয়াম ও আব্দুল কুদ্দুসের ছেলে শিপলু নিয়মিত ইয়াবা সেবন করত। বুধবার রাতে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয় এবং সিয়াম শিপলুকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে শিপলুর মা সিয়ামের বাড়িতে অভিযোগ করতে গেলে দুই পরিবারের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেল নাগাদ দুই পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চারজন কুপিয়ে ও দুজন পিটিয়ে আহত হন।
আহতদের স্থানীয়রা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক ডা. জেসমিন আক্তার জানান, নোমানের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের গুরুতর ক্ষত রয়েছে। মানিক ও ফিরোজ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। অন্য আহতদেরও ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদুর রহমান জানান, মাদক বিতর্ককে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একজনকে গুরুতর অবস্থায় রাজশাহীতে পাঠানো হয়েছে। দুজনকে থানায় হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিএ/এমআরএফ


