সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক প্রশ্নে হাসির রোল পড়ে যায় হোয়াইট হাউসে। ঐতিহাসিক এ বৈঠককে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আল-শারাকে পারফিউম উপহার দেন ট্রাম্প এবং মজা করে বলেন, ‘এটাই সেরা সুগন্ধি… একটা আপনার জন্য, অন্যটা আপনার স্ত্রীর জন্য।’ এরপর হাসতে হাসতে ট্রাম্প জানতে চান, ‘আপনার স্ত্রী কয়জন?’ উত্তরে আল-শারা হেসে বলেন, ‘একজন।’ সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই হেসে ওঠেন। তখন ট্রাম্প যোগ করেন, ‘তবে জানেন তো, কখন কী হয় বলা যায় না!’
বৈঠকে আল-শারা ট্রাম্পকে প্রাচীন সিরীয় নিদর্শনের প্রতিরূপ উপহার দেন। এর মধ্যে ছিল বিশ্বের প্রথম বর্ণমালা, প্রথম ডাকটিকিট, সংগীতের প্রথম নোট ও প্রথম শুল্ক তালিকার প্রতিলিপি।
উল্লেখ্য, একসময় আল-কায়েদার সাবেক কমান্ডার ছিলেন আল-শারা। তাকে ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তবে গত বছর সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সিরিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন করে ঘনিষ্ঠ হতে শুরু করে।
এই সফরের মধ্য দিয়ে ১৯৪৬ সালে স্বাধীনতার পর প্রথমবারের মতো কোনো সিরীয় প্রেসিডেন্ট হোয়াইট হাউসে সরকারি সফরে এলেন। সফরের মূল লক্ষ্য ছিল সিরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহার করানো।
সূত্র: এনডিটিভি
সিএ/এমআরএফ


