ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস অভিনয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক শুরু করেন। কয়েক বছর তারা গোপনে প্রেম করেন এবং পরে গোপনভাবে বিয়ে সম্পন্ন করেন। ২০০৮ সালের ১৮ এপ্রিল তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয় জন্মগ্রহণ করেন ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর। আট বছরের বেশি সময় তাদের বিয়ে গোপন রাখা হয়েছিল।
সম্প্রতি এক ডিজিটাল প্ল্যাটফর্মের পডকাস্ট শোয়ে অংশ নিয়ে অপু বিশ্বাস জানান, শাকিব খানের সঙ্গে বিয়ে গোপন রাখার কারণ ছিল তাদের ক্যারিয়ারের ওপর উদ্বেগ। অপু বলেন, ‘আমরা দু’জনই বিয়ের বিষয়টি গোপন রেখেছিলাম। তখনকার পরিস্থিতি এমন ছিল যে, আমাদের দু’জনেরই ক্যারিয়ার নিয়ে অনেক ভাবনা ছিল। তাই একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলাম, আপাতত বিষয়টি নিজেদের মধ্যেই রাখাই ভালো।’
অভিনেত্রী আরও জানান, তাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তাদের সন্তান আব্রাম খান জয়। পুত্রের জন্ম, মাতৃত্বের চ্যালেঞ্জ এবং ব্যক্তিগত সংগ্রামের কথাও তিনি অকপটে প্রকাশ করেছেন।
২০১৭ সালে অপু তার ছয় মাসের ছেলে জয়কে নিয়ে একটি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে হাজির হন, যা শাকিব-অপুর গোপন সংসারের খবর প্রকাশ্যে আসে। এরপর অপু অভিযোগ করেন, শাকিব তার এবং সন্তানের খোঁজ খবর রাখেননি। ওই বছরের ডিসেম্বরে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।
বিচ্ছেদের পর শাকিব গণমাধ্যমে জানিয়েছিলেন, অপু চিত্রনায়ক বাপ্পীর সঙ্গে সম্পর্ক জড়িয়েছিলেন এবং ছেলেকে রেখে কলকাতায় গিয়েছিলেন। অপু পাল্টা দাবি করেছিলেন, শাকিব চিত্রনায়িকা বুবলীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এই পারস্পরিক অভিযোগের কারণে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
সিএ/এমআরএফ


