ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, দেশের স্বাধীনতা ও মুক্তিকামী ছাত্র-জনতাকে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ‘রান উইথ জবি শিবির’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। সকাল সাড়ে ৬টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কর্মসূচিটি শুরু হয়ে কোর্ট এলাকা, রায় সাহেববাজার মোড়, ধোলাইখাল ঘুরে ধূপখোলা মাঠে গিয়ে শেষ হয়। এতে দুই হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন।
সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের পর ফ্যাসিবাদী শক্তির পতন ঘটেছে, তবে তাদের সহযোগীরা এখনো সক্রিয় রয়েছে। এই শক্তিগুলোকে আইনগতভাবে বিচারের মুখোমুখি করতে হবে। তিনি বলেন, তরুণ প্রজন্মকে ফিট রাখতে এবং জাতির নেতৃত্ব দিতে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হতে হবে।
ডাকসুর এই ভিপি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের তারিখ পেছানোয় প্রশ্ন উঠেছে। তিনি কর্তৃপক্ষকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান এবং শিক্ষক-ছাত্র সংঘাতের পরিস্থিতি তৈরি না করার পরামর্শ দেন।
সাদিক কায়েম বলেন, “আজকের কর্মসূচি তরুণদের শরীরচর্চার প্রতি আগ্রহ তৈরি করেছে। ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকেই সমাজে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত রয়েছে, যা অতীতে রাজনৈতিক দমননীতির কারণে বাধাগ্রস্ত হয়েছিল।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিগবাতুল্লাহ সিগবা, আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, বিতর্ক সম্পাদক ও জবি শিবিরের সাবেক সভাপতি আসাদুল ইসলাম, শাখা সভাপতি রিয়াজুর ইসলাম, সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, অফিস সম্পাদক ইব্রাহিম খলিলসহ অন্যান্য নেতাকর্মীরা।
সিএ/এমআরএফ


