গান ও অভিনয় থেকে বিদায়ের পর অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানকে নিয়ে শুরু হয় নতুন গুঞ্জন—তিনি নাকি রাজনীতিতে নামছেন। তবে সেই খবরকে গুজব বলেই উড়িয়ে দিলেন এই জনপ্রিয় তারকা।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে অবসরের ঘোষণা দিয়েছিলেন তাহসান। তিনি জানান, সেই কথাটি এভাবে ছড়িয়ে পড়বে, তা ভাবেননি। অভিনয়ের মতোই ধীরে ধীরে গানের জগত থেকেও বিরতি নিচ্ছেন তিনি। তাহসানের ভাষায়, তিনি আবেগপ্রবণ মানুষ, তাই হঠাৎ করে এমন ঘোষণা দিয়ে ফেলেছিলেন, যা পরে দেশজুড়ে আলোচনায় পরিণত হয়।
তার অবসরের ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, তাহসান নাকি একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। এমনকি তার ছবিতে সম্পাদনা করে রাজনৈতিক দলের প্রতীক যুক্ত করে প্রচার করা হয়। এ প্রসঙ্গে তাহসান বলেন, এসব ভুয়া প্রচারণা আসলে ভাইরাল হওয়ার খেলা। এখন এমন এক সময় এসেছে যখন কাউকে ভুলভাবে উপস্থাপন করলেই তা মুহূর্তে ছড়িয়ে পড়ে।
তাহসান জানান, তিনি এখন নিজের অধ্যাপনা ও পড়াশোনার দিকেই মনোযোগ দিতে চান। তাঁর মতে, জীবনের প্রতিটি অধ্যায়ে শেখার বিষয় থাকে, আর এখন তিনি মনে করছেন তাঁকে আরও পড়তে হবে, আরও জানতে হবে।
সম্প্রতি তিনি তাঁর কোটি অনুসারী থাকা ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের বিষাক্ত পরিবেশ থেকে দূরে থাকতে চান বলে জানিয়েছেন এই শিল্পী। তাঁর ভাষায়, অবসরে যাওয়া মানুষের এসবের প্রয়োজন নেই, বরং তিনি চান মানুষ ধীরে ধীরে তাঁকে ভুলে যাক।
সূত্র: সংগৃহীত


