ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতাকেই এই হারের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন দলের অধিনায়ক লিটন দাস। তার মতে, বোলাররা ধারাবাহিকভাবে ভালো করলেও ব্যাটারদের ব্যর্থতার কারণে দল জয়ের মুখ দেখতে পারছে না।
দ্বিতীয় ম্যাচে ১৪ রানে হারের পর সংবাদমাধ্যমে লিটন বলেন, সাম্প্রতিক কয়েক সিরিজে বাংলাদেশের বোলাররা ভালো পারফর্ম করছে, কিন্তু ব্যাটাররা প্রত্যাশা পূরণ করতে পারছে না। চট্টগ্রামের মতো উইকেটে ১৫০ রানের লক্ষ্য খুব বেশি নয়, তবুও ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া হয়েছে।
তিনি আরও বলেন, ব্যাটাররা ভালো শুরু পেলেও তা ধরে রাখতে পারছেন না। সেট হয়ে আউট হয়ে যাওয়ার প্রবণতা দলের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সময় নিয়ে খেলার অভ্যাস গড়ে তোলার ওপর জোর দেন তিনি। লিটনের মতে, ইনিংসে টিকে থেকে শেষ পর্যন্ত ব্যাটিং চালিয়ে গেলে ফল ভিন্ন হতে পারত।
জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী ও তাওহীদ হৃদয়সহ দলের বেশ কয়েকজন ব্যাটার ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন, যা সিরিজের ফলাফলে প্রভাব ফেলেছে।
সিএ/এমআর


