জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে ‘নোট অব ডিসেন্ট’ পুরোপুরি উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এটি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের প্রতারণা, যা কোনোভাবেই ঐক্য হিসেবে গণ্য হতে পারে না।
বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদের ‘বিচার সংস্কার নির্বাচন: অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।
এর আগের দিন মঙ্গলবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন।
বিএনপি মহাসচিব বলেন, কমিশনের পক্ষ থেকে প্রতিশ্রুতি ছিল যে, যেসব বিষয়ে সদস্যরা একমত নন, সেখানে দেওয়া নোট অব ডিসেন্ট সুপারিশে অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু বাস্তবে দেখা গেছে, সেই নোটগুলো সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। এতে কমিশনের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘ ত্যাগ ও আন্দোলনের পরও জাতির প্রত্যাশিত পরিবর্তন কার্যকর হচ্ছে না। বরং বিভাজন আরও গভীর হচ্ছে। কেন এবং কারা এই বিভক্তি সৃষ্টি করছে, তা উপলব্ধি করতে হবে।
প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে এমন একটি নির্বাচন আয়োজন করতে হবে, যা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদই দেশের বর্তমান সংকট সমাধানের পথ দেখাবে।
প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, চর্চা ডটকমের সম্পাদক সোহরাব হাসান এবং লেখক-সাংবাদিক শাহনাজ মুন্নী।
সিএ/এমআর


