জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবার তাদের ঐতিহ্যবাহী ‘শাপলা’ প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, তফসিলে দলের নাম না থাকায় শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয়। ইসি স্ববিবেচনায় এনসিপির জন্য অন্য একটি প্রতীক নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি জারি করবে।
সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য দেন তিনি।
আখতার আহমেদ আরও বলেন, ব্যক্তি বা সংস্থার পর্যবেক্ষক নিয়োগ প্রক্রিয়া শিগগিরই সম্পন্ন হবে। রাজনৈতিক দলের নিবন্ধন যাচাই–বাছাইয়ের পর চলতি সপ্তাহেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। রোডম্যাপ বাস্তবায়নে কিছুটা বিলম্ব হলেও এতে কোনো শঙ্কা নেই বলে জানান তিনি।
বিএনপির দাবির বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, কমিশন শিগগিরই এ বিষয়ে করণীয় জানাবে। অন্যদিকে, কিছু রাজনৈতিক দল ইসির পুনর্গঠন চাওয়ায় তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র ও ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষের চূড়ান্ত তালিকাও প্রকাশের কথা জানান।
সিএ/এমআর


