রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সম্প্রতি ঢাকার পুলিশ কঠোর পদক্ষেপ নিয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ গত বুধবার (২২ অক্টোবর) বিশেষ অভিযান চালিয়ে মোট ১৪২২টি মামলা দায়ের করেছে। অভিযানে ২৩৯টি গাড়ি ডাম্পিং করা হয় এবং ৮৫টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর প্রধান সড়ক, মোড় এবং ভিড়পূর্ণ এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন রোধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, “অভিযান চলাকালীন সময়ে আমরা অতিরিক্ত গতি, লাল বাতি অমান্য, উল্টোদিক থেকে গাড়ি চালানো, অবৈধ পার্কিং ও অন্যান্য সড়ক নিরাপত্তা লঙ্ঘন শনাক্ত করেছি। এসব মামলার মাধ্যমে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, ডিএমপির ট্রাফিক বিভাগ নিয়মিতভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে থাকে। এবারও লক্ষ্য রাখা হয়েছে, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা হ্রাস করা এবং সাধারণ পথচারী ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। উপ-পুলিশ কমিশনার বলেন, “ঢাকা মহানগরে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় অভিযান চলমান থাকবে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ও সড়ক নিরাপত্তার জন্য শিক্ষামূলক কার্যক্রমও পরিচালিত হচ্ছে।”
ডিএমপির এই পদক্ষেপে মূলত যানজট নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং আইন অমান্যকারীদের দায়বদ্ধ করার লক্ষ্য রয়েছে। তিনি আরও বলেন, “সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে জনসাধারণকেও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।”
সিএ/এমআর


