রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রতিটি পরিবারের জন্য এক লাখ টাকা করে তাৎক্ষণিক আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রূপনগরের একটি তৈরি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু ও কয়েকজনের গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি।
রাতেই ঘটনাস্থলে ছুটে যান জামায়াত আমির। তিনি ক্ষতিগ্রস্ত কারখানার অংশ ঘুরে দেখেন এবং উপস্থিত প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি আহত ও নিহতদের পরিবার সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নায়েবে আমির আবদুর রহমান মুসা, ঢাকা-১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) এবং ঢাকা-১৬ আসনের প্রার্থী কর্নেল (অব.) আবদুল বাতেন।
নিহতদের পরিবারপ্রতি অনুদান ঘোষণার সময় ডা. শফিকুর রহমান বলেন, “এই দুর্ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের শোকের গভীরতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তারা গরিব, পরিশ্রমী মানুষ—পেটের দায়ে কাজ করতে এসে প্রাণ দিয়েছেন। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।”
তিনি জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে নির্দেশ দেন এবং সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোকে সহায়তার আহ্বান জানান।
এর আগে এক শোকবার্তায় জামায়াত আমির নিহতদের আত্মার মাগফেরাত ও শহীদের মর্যাদা কামনা করে বলেন, “আল্লাহ যেন আহতদের দ্রুত আরোগ্য দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তৌফিক দেন।”
তিনি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানান।
সিএ/এমআর