বিদেশী কোচ হিসেবে ব্রাজিলের জাতীয় দলে দায়িত্ব নেওয়া কার্লো আনচেলত্তি আশা করছেন, ২০২৬ সালের বিশ্বকাপে ইতিহাস গড়বেন। ইতালীয় কোচ আনচেলত্তি জানিয়েছেন, “সবসময়ই প্রথম কোনো কিছু থাকে। ব্রাজিলের হয়ে সেই গৌরব অর্জন করতে আমি প্রস্তুত।”
মে মাসে দায়িত্ব নেওয়ার সময় তিনি ছয় দশকের মধ্যে ব্রাজিলের প্রথম বিদেশী কোচ হিসেবে ইতিহাস রচনা করেন। এদিকে, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সিউলে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ৫-০ গোলে জয় পেয়ে ইতিবাচক সূচনা করেছে সেলেসাওরা। মঙ্গলবার টোকিওতে তাদের প্রতিপক্ষ জাপান। আনচেলত্তি বলেছেন, নিজের সেরাটা দিয়ে ব্রাজিলকে বিশ্বমঞ্চে উপস্থাপন করাই তার মূল লক্ষ্য।
লাতিন আমেরিকান বাছাইপর্বে পঞ্চম স্থানে থেকে কঠিন অবস্থান থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। ২০২২ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হারের পর চতুর্থ কোচ হিসেবে দায়িত্ব নেওয়া আনচেলত্তি প্রথম ম্যাচেই দলের প্রতিরক্ষা শক্তি দৃঢ় করেছেন। ১৮ বছর বয়সী তুর্কি এস্তেভাও জোড়া গোল করেন এবং রিয়াল মাদ্রিদের রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়রের নামও স্কোরশিটে থাকছে।
আনচেলত্তি জানান, “ব্রাজিলিয়ান ফুটবলারদের ব্যক্তিগত গুণ আছে, কিন্তু ম্যাচে এগিয়ে যেতে টিমওয়ার্ক গুরুত্বপূর্ণ। প্রতিটি মুভমেন্টে মিলিত প্রচেষ্টা প্রয়োজন।” নেইমারকে ছেড়ে এশিয়া সফরে যাচ্ছে দল; ইনজুরির কারণে নভেম্বর পর্যন্ত মাঠের বাইরে থাকবেন এই তারকা। আনচেলত্তি বলেন, “নেইমার যদি ফিট থাকে, জাতীয় দলে খেলার যোগ্যতা রাখে।”
দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল পাঁচ ম্যাচের চারটিতেই গোল হজম করেনি। নিউক্যাসল মিডফিল্ডার ব্রুনো গুইমারায়েস বলেন, “আনচেলত্তি দলকে প্রতিরোধে দক্ষ। বিশ্বকাপের ইতিহাস বলছে, যারা গোল হজম করেন না, তারা শিরোপা জিতে।”
জাপান ইতোমধ্যেই এশিয়ান বাছাইপর্বে বিশ্বকাপ নিশ্চিত করেছে। তাদের দলেও কিছু ইনজুরি সমস্যা রয়েছে, বিশেষ করে কাওরু মিতোমা ও ওয়াতারু এন্ডো। কোচ হাজিমে মোরিইয়াসু বলেছেন, “ব্রাজিলকে হারালে আমাদের বিশ্বকাপে আত্মবিশ্বাস বাড়বে। আমরা সম্মিলিতভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই।”
সিএ/এমআর