দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে অবশেষে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। শুক্রবার (১০ অক্টোবর) ভোরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় সংক্রান্ত চুক্তির রূপরেখা মন্ত্রিসভা অনুমোদন করেছে।
চুক্তির প্রথম পর্যায়ে হামাসের হাতে থাকা অবশিষ্ট সব জিম্মিকে মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে আটক বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। পাশাপাশি গাজা উপত্যকায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হবে এবং ইসরায়েলি বাহিনী নতুন নির্ধারিত সীমারেখায় পিছু হটবে। অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তার প্রবেশও বাড়ানো হবে।
নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, চুক্তিটি মন্ত্রিসভায় সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়েছে, যদিও ভোটাভুটির নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি। কট্টর-ডানপন্থী শরিক দলের কয়েকজন মন্ত্রী—জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ—এই চুক্তির বিরোধিতা করলেও তা অনুমোদন পায়।
এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েল ও হামাস উভয়ই নীতিগতভাবে সম্মত হয়েছে। ইসরায়েলের এই অনুমোদনের মাধ্যমে এখন যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে, যা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সিএ/এমআর