দক্ষিণ কোরিয়ার নামিয়ানজু শহরের সংগুরী মসজিদে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) এই কনফারেন্সে প্রবাসী বাংলাদেশিসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
সিউলের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েখ আহমাদুল্লাহ এবং শায়েখ ড. মিজানুর রহমান আজহারী। আলোচনায় তারা ইসলামি শিক্ষার গুরুত্ব, প্রবাস জীবনে নৈতিকতা ও ঐক্যের প্রয়োজনীয়তা এবং তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার ওপর জোর দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল। তিনি তার বক্তব্যে কনফারেন্স আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ইসলামী মূল্যবোধ বাংলাদেশের জাতীয়তাবাদের অন্যতম মূলভিত্তি। প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামি ইতিহাস ও অনুশাসন সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে হবে।
কনফারেন্সে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসীরাও যোগ দেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, ইসলামী গান ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সিএ/এমআর