বিশ্বখ্যাত উদ্যোক্তা ও প্রযুক্তি নেতা ইলন মাস্ক জানিয়েছেন, তার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি এক্সএআই একটি নতুন ডিজিটাল বিশ্বকোষ তৈরি করছে, যার নাম ‘গ্রোকিপিডিয়া’। মাস্কের ভাষ্য, এটি উইকিপিডিয়ার সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে এবং তথ্যের গুণমান ও আপডেটিংয়ে আরও উন্নত হবে।
মাস্ক সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “আমরা গ্রোকিপিডিয়া তৈরি করছি। এটি উইকিপিডিয়ার চেয়ে অনেক উন্নত হবে।” তিনি উইকিপিডিয়াকে লক্ষ্য করে মন্তব্য করেছেন, যেখানে তাকে ‘ওয়োক’ আখ্যা দিয়ে অনুদানের ওপর নির্ভরশীলতার কারণে অর্থায়ন বন্ধের কথাও উল্লেখ করেছেন।
গ্রোকিপিডিয়ার প্রকল্পে ব্যবহার হবে এক্সএআইয়ের চ্যাটবট ‘গ্রক’। মাস্কের এই চ্যাটবট ইতিমধ্যেই ওপেনএআই ও চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। মাস্ক আশা করছেন, গ্রক ভবিষ্যতে মানুষের মতো স্বেচ্ছাসেবকদের কাজ করবে—এডিট ও আপডেটের মাধ্যমে তথ্য প্রামাণ্য করবে এবং যেকোনো পক্ষপাত বা ভুল তথ্য শনাক্ত করতে সক্ষম হবে।
এর আগে ২০২৩ সালে মাস্ক টুইট করে বলেছিলেন, যদি উইকিপিডিয়া তার নাম পরিবর্তন করে ‘ডিকিপিডিয়া’ করে, তাহলে তিনি ১ বিলিয়ন ডলার অনুদান দিতে প্রস্তুত। গ্রোকিপিডিয়া প্রকল্পের মাধ্যমে মাস্ক নতুন প্রযুক্তি ও এআই সমাধানের সঙ্গে তথ্যের বিশ্বস্ততা নিশ্চিত করতে চাইছেন।
সিএ/এমআর