নাসুম আহমেদের পর রিশাদ হোসেন দ্রুত আউট হয়ে গেলে হারের শঙ্কা ঘিরে ধরেছিল বাংলাদেশ শিবিরকে। তবে শেষদিকে নুরুল হাসান সোহানের ছক্কার পর ভরসা দেন ১০ নম্বরে নামা শরিফুল ইসলাম। ব্যাট হাতে বিশেষজ্ঞ ব্যাটারের মতো দায়িত্ব কাঁধে নিয়ে জয় নিশ্চিত করেন তিনি।
শুক্রবার শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। আফগানদের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য পাঁচ বল হাতে রেখে পূর্ণ করে টাইগাররা।
ম্যাচের শেষ দিকে শরিফুল খেলেন ৬ বলে ১১ রানের অপরাজিত ইনিংস, যার মধ্যে ছিল দুটি চার। অপরাজিত থাকেন সোহানও—২১ বলে ৩১ রান, ১ চার ও ৩ ছক্কায়। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন শামিম হোসেন (২২ বলে ৩৩ রান)। এছাড়া জাকের আলী ৩২ রান করেন।
এর আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান ইনিংসের শুরুতে ভালো করলেও মাঝপথে চাপে পড়ে যায়। ওপেনিংয়ে সেদিকুল্লাহ ও ইব্রাহিম মিলে ৫৫ রান যোগ করেন। কিন্তু রিশাদ হোসেন ও নাসুম আহমেদের ঘূর্ণিতে ভেঙে পড়ে আফগান ব্যাটিং। দুজনই তুলে নেন দুটি করে উইকেট।
শেষদিকে গুরবাজ (৩০) ও নবি (১২ বলে ২০*) চেষ্টা করলেও ১৪৭ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান। শরিফুল দুর্দান্ত ইয়র্কারে বোল্ড করেন গুরবাজকে, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
৩ ম্যাচের সিরিজে এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ।
সিএ/এমআরএফ