বিশ্বকাপ বাছাইপর্ব শেষ, এবার প্রস্তুতির পালা। অক্টোবর ফিফা উইন্ডোতে এশিয়া সফরে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা—১০ অক্টোবর দক্ষিণ কোরিয়া এবং ১৩ অক্টোবর জাপানের বিপক্ষে।
বুধবার (১ অক্টোবর) ঘোষণা করা দলে বড় চমক রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি। ইনজুরির কারণে জায়গা হয়নি লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার ও বার্সেলোনা তারকা রাফিনহার। দলে ডাক পাননি দীর্ঘদিন চোটে থাকা নেইমারও। তবে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো।
আনচেলত্তি জানিয়েছেন, বিশ্বকাপের আগে প্রতিটি পজিশন ভালোভাবে যাচাই করা হবে। আর এই দুই ম্যাচ সেই প্রস্তুতির বড় অংশ।
ঘোষিত দল
গোলরক্ষক: বেনটো, এডারসন, হুগো সোউজা
ডিফেন্ডার: কাইয়ো এনরিকে, কার্লোস আউগুস্তো, দগলাস সান্তোস, এদের মিলিতাও, ফাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, বেরাল্দো, ভান্দেরসন, ওয়েজলি
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্তন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগোর জেসুস, লুইস এনরিকে, মাথেউস কুইয়া, রিশার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র
সিএ/এমআরএফ


