চার বছর পর আবারও মাঠে গড়াল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৩০ সেপ্টেম্বর আইসিসির এই আসরের পর্দা উঠলেও বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার)। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় পাকিস্তানের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক জ্যোতি বলেন, “পাকিস্তানের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। কোয়ালিফায়ার এবং দ্বিপাক্ষিক সিরিজেও মুখোমুখি হয়েছি। ওদের সম্পর্কে যেমন আমাদের ভালো ধারণা আছে, তেমনি আমাদের সম্পর্কেও ওরা জানে। তাই প্রতিযোগিতামূলক ম্যাচ হবে।”
জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমাদের দলে ম্যাচ জেতানোর মতো সামর্থ্য আছে। গত এক বছরে মানসিক ও শারীরিকভাবে কঠোর পরিশ্রম করেছি। বেশ কয়েকটা ম্যাচ খুব কাছাকাছি গিয়েও হেরেছি। এবার লক্ষ্য জয়।”
বাংলাদেশের দীর্ঘদিনের দুর্বলতা ব্যাটিং—এ বিষয়েও জ্যোতি বলেন, “বোলিং সবসময় ভালো ছিল, ফিল্ডিংও উন্নত হয়েছে। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা পারফর্ম করতে পারিনি। তাই সবাই মিলে প্রতিজ্ঞা করেছি—এবার আর সুযোগ হাতছাড়া করা যাবে না।”
২০২২ আসরে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলে ৭ ম্যাচে ১ জয় নিয়ে সপ্তম হয়েছিল বাংলাদেশ। তাদের নিচে ছিল পাকিস্তান। এবার অবশ্য দুই দলেরই স্বপ্ন ও প্রস্তুতি অনেক বড়। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১ রানের নাটকীয় জয়ে আত্মবিশ্বাস বেড়েছে জ্যোতির দলের।
অলরাউন্ডার রাবেয়া খান বলেন, “বোলিং-ব্যাটিং-ফিল্ডিং তিন বিভাগেই সবাই দায়িত্ব পালন করছে। এখানে আসার পর আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছি। আশা করি সবকিছু দিয়ে ম্যাচটা উপভোগ করতে পারব।”
সিএ/এমআরএফ