মাত্র ৭২ ঘণ্টায় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। সর্বশেষ কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের বৈঠকে বিমান হামলা চালিয়ে অন্তত ৬ জনকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে হামাসের শীর্ষ নেতা খলিল আল–হায়ার ছেলে ও তাঁর দেহরক্ষীরাও রয়েছেন।
একই সময়ে ইসরায়েল সিরিয়া, লেবানন, তিউনিসিয়া, মিশর ও গাজায়ও হামলা চালিয়েছে।
- গাজা: গত সোমবার থেকে ১৫০ নিহত, ৫৪০ আহত।
- লেবানন: যুদ্ধবিরতি চুক্তি ভেঙে হামলা, অন্তত ৫ নিহত।
- সিরিয়া: বিমানঘাঁটি ও সেনাক্যাম্পে হামলা, বহু স্থাপনা ধ্বংস।
- তিউনিসিয়া: গাজাগামী ত্রাণ বহরে ড্রোন হামলা।
২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৪,৬৫৬ ছাড়িয়েছে। এর মধ্যে ৪০৪ জন অনাহারে প্রাণ হারিয়েছেন।
মানবাধিকার সংগঠনগুলোর মতে, ইসরায়েল সীমান্ত ছাড়িয়ে আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ছে — যা গোটা অঞ্চলকে নতুন সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।